শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলের রিসোর্টে পর্যটক খুনের রেশ না কাটতেই এবার একটি হোটেল থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২১ অক্টোবর) নতুন বাজার এলাকার হোটেল মুন থেকে নিতাই দাস (৩০) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। নিতাই সিলেট কোম্পানীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর গ্রামের বীরেন্দ্র দাসের ছেলে।
শনিবার সকালে হোটেল কক্ষ থেকে তার লাশ উদ্ধার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।
জানা গেছে, গত বুধবার নতুন বাজার এলাকার হোটেল মুন এর ২১৫ নম্বর কক্ষে উঠেছিলেন নিতাই।
বিষয়টি নিশ্চিত করে হোটেলের ব্যবস্থাপক মো. রাকিব মিয়া ওরফে রতন জানান, ‘সকালে পাশের একটি ভবনের একজন দেখতে পান কক্ষে ফ্যানের সঙ্গে নিতাইর দেহ ঝুলছে। পুলিশ এসে লাশ উদ্ধার করেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হেসেন সরদার হোটেল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এরআগে গত ২৭ আগস্ট শ্রীমঙ্গলের লেমন গার্ডেন রিসোর্টের কক্ষ থেকে শফিকুল ইসলাম (৩৮) এক পর্যটকের লাশ উদ্ধার করে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।