Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২২শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

ফের সিসিইউতে খালেদা জিয়া

admin

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ | আপডেট: ২৪ অক্টোবর ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ

ফলো করুন-
ফের সিসিইউতে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার:
শ্বাসকষ্ট ও ফুসফুসে পানি জমে যাওয়ায় আবারও করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউতে) নেওয়া হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে।

সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৪টায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সপ্তম তলার কেবিন থেকে চতুর্থ তলায় সিসিইউতে স্থানান্তর করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

চিকিৎসকরা জানিয়েছেন, চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার কোনো উন্নতি নেই। দিন দিন তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে। গত বৃহস্পতিবারও তাকে এক দফা সিসিইউতে নেওয়া হয়েছিল। তার পেটে পানি জমছে। এগুলো অপসারণ করতেই তাকে সিসিইউতে নিতে হচ্ছে। চিকিৎসা শেষে আবার তাকে কেবিনে নিয়ে আসা হয়।

গত ৯ আগস্ট থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। এরপর থেকে কয়েক দফায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন