Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৭ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নেই: সিইসি

admin

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ | আপডেট: ২৬ অক্টোবর ২০২৩ | ১১:৫০ পূর্বাহ্ণ

ফলো করুন-
নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নেই: সিইসি

স্টাফ রিপোর্টার:
নির্বাচনের জন্য প্রত্যাশিত অনুকূল পরিবেশ এখনও হয়ে ওঠেনি বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক এ কথা বলেন তিনি। সিইসি বলেন, ‘বিএনপিকে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম। তারা সাড়া দেয়নি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিষয়টা হচ্ছে, আন্তরিক যে পরিবেশ সেটা অনুকূল হয়ে উঠুক। এজন্য সবাইকে নিরন্তর আহ্বান করে যাচ্ছি, সংলাপ করেছি। যারা নির্বাচনে আসতে চান না তাদের আমার পক্ষ থেকে আধা সরকারিপত্র দিয়েছি। কিন্তু সাড়া পাইনি।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক কৌশল তাদের নিজস্ব ব্যাপার। তাদের নিজস্ব কৌশল থাকতে পারে। আমরা তার মধ্যে অনধিকার চর্চা করব না।’

কর্মশালায় সিইসির সঙ্গে অন্য নির্বাচন কমিশনার, ইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামসহ আরও অংশ নেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন