Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

হবিগঞ্জে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

admin

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
হবিগঞ্জে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ

হবিগঞ্জ প্রতিনিধি:
বিএনপির ডাকে সকাল সন্ধ্যা হরতালে আজ রবিবার (২৯ অক্টোবর) হবিগঞ্জে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে তিন চাকার যানবাহন চলাচল করছে। সকাল ৮টার দিকে হবিগঞ্জ বাস টার্মিনালে গিয়ে দেখা যায় যাত্রীশূন্য।

হবিগঞ্জ সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, হরতালে যেন কেনো বিশৃঙ্খলা না হয় এর জন্য শহরের প্রতিটি পয়েন্টে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি। শনিবার (২৮ অক্টোবর) নয়াপল্টনে সমাবেশে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নেয় দলটি।

শনিবার বিকালে দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ড মাইকে হরতালের ঘোষণা দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন