বিনোদন ডেস্ক :
পর্তুগালের সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও বলিউড সুপারস্টার সালমান খানের একসঙ্গে বসে থাকা একটি ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ছড়িয়ে পড়েছে। দুই তারকার একসঙ্গে ছবি দেখে ভক্তদের মনে প্রশ্ন উঠেছে—তাদের একসঙ্গে হওয়ার নেপথ্যে কারণ কী।
ছবিতে দেখা যাচ্ছে, পতুর্গিজ ফুটবল তারকার পাশে বসে তার প্রেমিকা জর্জিনা রুদ্রিগেজ়। ঠিক তার পাশের আসনেই বসে আছেন সালমান খান।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদে একটি বক্সিং ম্যাচের আয়োজন করা হয়। বক্সিং রিংয়ে মুখোমুখি হন টাইসন ফিউরি ও ফ্রান্সিস নাগানু। এই ম্যাচ দেখতে বিশ্বের বিভিন্ন ক্ষেত্র থেকে বিশিষ্টজনরা হাজির হয়েছিলেন। সেখানে ছিলেন বলিউডের ভাইজানও।
দুই তারকাকে একই সারিতে বসে থাকতে দেখে উৎসাহ প্রকাশ করেছেন অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মতামতও দিয়েছেন তারা। তারা লিখেছেন— দুই ভিন্ন পেশার দুই সেরার এ রকম সাক্ষাৎ মাঝেমধ্যেই হওয়া উচিত।
সাধারণত কোনো অনুষ্ঠানে বিভিন্ন তারকাদের একসঙ্গে সাক্ষাৎ হয়। তবে অনুরাগীদের মতে, সালমান ও ক্রিশ্চিয়ানোর সাক্ষাৎ তুলনায় অনেকটাই এগিয়ে থাকবে। দুই তারকার মধ্যে কোনো কথোপকথন হয়েছে কিনা, তা স্পষ্ট নয়।
এদিকে রোববার সকালে মুম্বাই ফিরে আসেন সালমান। এ মুহূর্তে রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজ়ন সঞ্চালনা করতে ব্যস্ত সালমান। চলতি মাসেই দীপাবলিতে মুক্তি পাবে অভিনেতার প্রতীক্ষিত ছবি ‘টাইগার ৩’।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।