Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

প্রেস ক্লাবের সামনে যাত্রীবাহী বাসে আগুন

admin

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৩ | ০৫:০২ অপরাহ্ণ | আপডেট: ৩১ অক্টোবর ২০২৩ | ০৫:০২ অপরাহ্ণ

ফলো করুন-
প্রেস ক্লাবের সামনে যাত্রীবাহী বাসে আগুন

স্টাফ রিপোর্টার:
রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান।

মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার এরশাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এরশাদ হোসেন বলেন, প্রেস ক্লাবের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়েছে। কোন পরিবহনের বাসে আগুন দেওয়া হয়েছে সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুনে বাসটির ওপরের অংশ পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, কয়েক জন ব্যক্তি যাত্রী সেজে ওই গাড়িতে উঠেছিলেন। নেমে যাওয়ার সময় তারা বাসটিতে আগুন ধরিয়ে পালিয়ে যায়।

উল্লেখ্য, ২৮ অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর বিএনপির ডাকা তিন দিনের অবরোধর প্রথম দিন আজ।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন

Follow for More!