Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন শাবিছাত্র

admin

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ | আপডেট: ০১ নভেম্বর ২০২৩ | ১২:১৬ অপরাহ্ণ

ফলো করুন-
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন শাবিছাত্র

স্টাফ রিপোর্টার:
সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিবুল ইসলাম সিফাত (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। বুধবার (১ নভেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিফাত সিলেট মহানগরের বিমানবন্দর থানাধীন কালিবাড়ি এলাকার ফজলুল হকের ছেলে।

পুলিশ জানায়, সিফাত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। সালুটিকর সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে তার মোটরসাইকেল দুর্ঘটনাকবলিত হয়। এসময় সিফাত ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে গোয়াইনঘাট থানাপুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম নজরুল ইসলাম বলেন- ধারণা করা হচ্ছে চলন্ত অবস্থায় শাবি শিক্ষার্থীর মোটরসাইকেলের সামনের চাকা ব্লাস্ট হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। ময়না তদন্ত শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন