Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ২০শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৫ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ভাইরাল পোস্ট নিয়ে নীরবতা ভাঙলেন মুন্নি

admin

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৩ | ০৫:৪৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ নভেম্বর ২০২৩ | ০৫:৪৯ অপরাহ্ণ

ফলো করুন-
ভাইরাল পোস্ট নিয়ে নীরবতা ভাঙলেন মুন্নি

নিউজ ডেস্ক:
ভাইরাল পোস্ট নিয়ে অবশেষে নীরবতা ভেঙেছেন গানবাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে আরেক ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, তার আইডি হ্যাক করে এই কাজ করা হয়েছে।

মুন্নি লিখেছেন, ‘আপনারা অনেকেই গত রাতে আমার প্রোফাইলে একটি স্ট্যাটাস দেখেছেন। আমার ফেসবুক হ্যাক করা হয়েছিল। প্রোফাইলের নিয়ন্ত্রণ ফিরে পেতে কিছুটা সময় লেগেছে। এখন সবকিছু ঠিক আছে, আমাকে নিয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ।’

ফেসবুক ‘আইডি হ্যাক’ হওয়াতেই এমনটি হয়েছে বলে দাবি ফারজানা মুন্নির। তবে বর্তমানে ফেসবুক আইডিটি তার নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছেন।

আজ শনিবার সকালে প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মসের চেয়ারপার্সন ফারজানা মুন্নির একটি স্ট্যাটাসের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিকমাধ্যমে। সেখানে উঠে আসে তার স্বামী সঙ্গীতশিল্পী ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসের সঙ্গে শবনম ইয়াসমিন বুবলীর প্রেমের বিষয়!

মুন্নির আইডি থেকে ছড়িয়ে পড়া ওই ফেসবুক পোস্টে লেখা হয়, তাপস আর বুবলী প্রেমের সম্পর্কে জড়িয়েছে। বুবলী আমার পরিবার ধ্বংস করেছে। ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছে। এখন তার টার্গেট তাপস। আমার যদি কিছু হয়ে তার জন্য তাপস এবং বুবলী দুজনেই দায়ী থাকবে!

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!