স্টাফ রিপোর্টার:
ভারত থেকে অবৈধভাবে সিলেটে আসা ২৩০ বস্তা চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতে আরও দুজনকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার (১৫ নভেম্বর) সকালে সিলেটের জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে ট্রাকভর্তি এসব চিনি জব্দ করে পুলিশ। এসময় মো. শরিফুল ইসলাম নামে চোরাকারবারিকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, বুধবার সকালে চোরাকারবারিরা একটি ট্রাকে করে সুনামগঞ্জ জেলার ছাতক-দোয়ারাবাজার থানা এলাকা হতে লামাকাজী হয়ে সিলেট শহরে প্রবেশ করতে গেলে লামাকাজি এলাকার জাঙ্গাইল নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকটি আটক করে ২৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে জালালাবাদ থানাপুলিশ।
পরে জিজ্ঞাসাবাদে আটক চোরাকারবারি শরিফুল ইসলাম জানান- এ ঘটনার সঙ্গে জায়েদ (৩০) ও জনি (২৮) নামে দুজন জড়িত আছেন।
এদের তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আটক শরিফুলকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
অপরদিকে, পলাতক চোরকারবারি জায়েদ ও জনিকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।