Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

admin

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৩ | ০৪:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২০ নভেম্বর ২০২৩ | ০৪:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মাধবপুর প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুরে মো. হোসেন নামে সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। সে চৌমুহনী ইউনিয়নের জয়পুর এলাকার মৃত ছালে উদ্দিনের ছেলে।

মাধবপুর উপজেলা গত শনিবার (১৮ নভেম্বর) উপজেলা চৌমুহনী ইউনিয়নের সিমান্ত এলাকার বড়জালা বাজার থেকে গোপন সংবাদের ভিত্তি এস আই কাশেম অভিযান চালিয়ে মোক্তার হোসেন কে গ্রেপ্তার করে।

পুলিশ সুত্রে জানা যায়, আসামী বিরুদ্ধে ২০২১ সালে মাদক মামলা হয় পরে তার বিরুদ্ধে মাদক মামলায় ১ বছরের কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা ও আনাদায়ে ১ মাসের বিনাশ্রমে কারাদন্ড হওয়ার পর থেকেই সে পলাতক ছিল।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. রকিবুল ইসলাম খান জানান, সাজাপ্রাপ্ত আসামী মোক্তার হোসেনকে আজ দুপুরের আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন