তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে ১২১ বস্তা চোরাই কয়লা সহ আনোয়ার হোসেন নামে এক কয়লা শ্রমিককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত আনোয়ার হোসেন উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের রতনপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে।
এ ঘটনায় দুইজনকে পলাতক আসামি দেখিয়ে তিন জনের বিরোদ্ধে তাহিরপুর থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় পলাতক আসামিরা হলেন, শ্রীপুর উত্তর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি শেখ মোস্তফা এবং লালঘাট গুচ্ছ গ্রামের জানু মিয়া।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর (উত্তর) ইউনিয়নের মন্দিয়াতা গ্রামের সামনে থেকে ১২১ বস্তা চোরাই কয়লা সহ আনোয়ার নামে একজন কে গ্রেপ্তার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শেখ মোস্তফা ও জানু মিয়া দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর (উত্তর) ইউনিয়নের কৃষকলীগ সভাপতি শেখ মোস্তফা বিষয়টি অস্বীকার করে বলেন, আটককৃত চোরাই কয়লার সঙ্গে আমি কোনো ভাবেই জড়িত না। একটি মহল রাজনৈতিক হিংসা পারায়ণ হয়ে এমন একটি মামলায় আমাকে জড়িয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই এবং সঠিক তদন্তের দাবি জানান তিনি।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন, চোরাই কয়লা সহ এক জনকে পুলিশ গ্রেফতার করেছে। এর সঙ্গে জড়িত দুজনকে পলাতক আসামি দেখিয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। পলাতক আসামিদের গ্রেফতার করতে পুলিশ চেষ্টা করছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।