Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ৪ঠা ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ১৯শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কোম্পানীগঞ্জে ট্রাক ভর্তি মদের চালান আটক

admin

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৩ | ০৪:০১ অপরাহ্ণ | আপডেট: ২১ নভেম্বর ২০২৩ | ০৪:০১ অপরাহ্ণ

ফলো করুন-
কোম্পানীগঞ্জে ট্রাক ভর্তি মদের চালান আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে এক ট্রাক ভারতীয় মদ আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই কাঞ্চন চক্রবর্তী এ বিশাল মদের চালান আটক করেন। পরে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ভর্তি মদের চালান থানায় নিয়ে আসেন। বিশাল এই চালানে ভারতীয় বিভিন্ন নামি-দামি ব্রান্ডের মদ রয়েছে।

এএসআই কাঞ্চন চক্রবর্তী জানান, রাতে খবর পাই ভোলাগঞ্জ রোড দিয়ে কিছু দুষ্কৃতিকারী ভারতীয় মাদক নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রাতভর টহল ও সোর্সের মাধ্যমে খবর নিতে থাকি। ভোর সাড়ে ৫ টায়মদ ভর্তি গাড়িটি রাস্তায় তাড়া করি। তখন ট্রাকটি ভোলাগঞ্জ উত্তর পাড়ার একটি পাথর ভাঙ্গার টমটম মেশিনের সাইডে রেখে ড্রাইভারসহ সকলে পালিয়ে যায়। পরে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।

কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান খান ট্রাক ভর্তি মদ আটকের বিষয়টি সত্যতা নিশ্চিত করেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!