Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হলো ১৩ ঘণ্টা পর

admin

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৩ | ১২:০৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হলো ১৩ ঘণ্টা পর

স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের বাহুবলে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল পৌনে ৯টা থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ ফের শুরু হয়।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আবুল খায়ের জানান, বুধবার রাত ৮টার দিকে বাহুবল উপজেলার রাউদগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে উদ্ধার কাজ শুরু হয়। দুটি রিলিফ ট্রেনের মাধ্যমে বগিগুলো উদ্ধার করার পর সকাল পৌনে ৯টার দিকে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

রেল যোগাযোগ বন্ধ থাকার কারণে আটকে পড়া বিভিন্ন রুটের ট্রেনগুলো ইতোমধ্যে দুর্ঘটনাকবলিত স্থান ক্রস করে নিজ নিজ গন্তব্যের উদ্দেশে রওয়ানা দিয়েছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বুধবার (২২ নভেম্বর) রাত ৮টার দিকে সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রাউদগাঁও নামক স্থানে তেলবাহী ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়। এরপরই সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ থাকে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!