Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৮ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

নড়াইলে নৌকা পেলেন মাশরাফী

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৩ | ০৫:৩১ অপরাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৩ | ০৫:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
নড়াইলে নৌকা পেলেন মাশরাফী

স্টাফ রিপোর্টার:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রবিবার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন।

এর আগে কয়েক দফায় দলের মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী ঠিক করে আওয়ামী লীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব সভায় সভাপতিত্ব করেন।

এর আগে মাশরাফী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারও তাকে দলীয় মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের ৩০০টি সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী হতে তিন হাজার ৩৬২ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্য থেকে রবিবার ২৯৮ আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করে আওয়ামী লীগ। দুটি আসনে কারা মনোনয়ন পাচ্ছেন সেটি পরে দল থেকে জানানো হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন