Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে যুবক খুন : ‘খুনিদের’ ঘিরে জাল গুটিয়ে এনেছে পুলিশ!

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:১১ অপরাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৩ | ০৬:১১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে যুবক খুন : ‘খুনিদের’ ঘিরে জাল গুটিয়ে এনেছে পুলিশ!

স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দিতে সুরমা নদীর পাড়ে গত সোমবার (২০ ফেব্রুয়ারি) পাওয়া গিয়েছিলো বস্তাবন্দী হাত-পা বাঁধা যুবকের লাশ। প্রথম থেকেই দুদিন পর বুধবার (২২ ফেব্রুয়ার) সেই লাশের পরিচয় শনাক্ত হয়।

খুন হওয়া যুবক সাজ্জাদ আলী (৩৫) সিলেটের জালালাবাদ থানার বসন্তরাগাঁওয়ের মৃত সোয়াব আলীর ছেলে।

পুলিশ সূত্র বলছে- শত্রুতাবশত: এ খুনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটকও করা হয়েছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।

গত সোমবার সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়ে দক্ষিণ সুরমা থানাপুলিশ গিয়ে সাজ্জাদের বস্তাবন্দী লাশ উদ্ধার করে। দক্ষিণ সুরমা বরইকান্দির টেকনিক্যাল রোডের মেসার্স ইমরান চায়না অটো রাইসমিলের সামনে নদীর পাড়ে লাশটি পাওয়া যায়।

দুই দিন পর লাশের পরিচয় শনাক্ত হয়। সাজ্জাদ পেশায় অটোরিকশা চালক। উদ্ধারের সময় লাশের হাত-পা বাঁধা অবস্থায় পায় পুলিশ। এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিলো।

ঘটনার পর খুনীদের ধরতে তৎরতা শুরু করে পুলিশ। বুধবার সন্দেহভাজন দুজনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্র বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে জানায়- এ খুনের ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য মিলেছে। তদন্তের স্বার্থে আটক দুজনের নাম এই মুহুর্তে প্রকাশ করা যাচ্ছে না। জড়িত সবাইকে আটকের পর বিস্তারিত জানানো হবে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন