Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জ-৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩

admin

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৩ | ০৫:০৯ অপরাহ্ণ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৩ | ০৫:০৯ অপরাহ্ণ

ফলো করুন-
সুনামগঞ্জ-৫ আসনে ৮ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ৩

ছাতক প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারা বাজার) আসনে বিভিন্ন দলের ১১জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করতে মনোনয়ন পত্র দাখিল করেন। তার মধ্যে ৩জনের মনোনয়নপত্র বাতিল ও ৮ জনের মনোনয়নপত্র প্রাথমিকভাবে বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

রোববার (০৩ ডিসেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত যাচাই-বাছাই শেষে মনোনয়নপত্র বাতিল ও প্রাথমিক ভাবে বৈধ ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।

সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-৫ আসন থেকে ১১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে ৩টি বাতিল করা হয়েছে। এছাড়াও ১১জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়। তারমধ্যে স্বাক্ষরযুক্ত ভোটারদের তালিকায় গড়মিল থাকায় বাংলাদেশ সাংস্কৃতিক জোটের প্রার্থী সাচ্চু বিশ্বাস, কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী হাজী আব্দুল জলিল, জাতীয় পার্টির (জেপি)’র প্রার্থী এড. মনির উদ্দিন ও আইয়ুব কমর আলীর ২টি ফরম থাকায় স্বতন্ত্র থেকে মনোনয়ন বাতিল করা হয়।

যাদের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিক, স্বতন্ত্র প্রার্থী শামিম আহমদ চৌধুরী, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এড. নাজমুল হুদা হিমেল, গণফোরাম প্রার্থী আইয়ুব কমর আলী,বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)র প্রার্থী আবু সালেহ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)’র প্রার্থী আজিজুল হক, জাকের পার্টির প্রার্থী শেখ ইয়াকুব আলী, বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টি (বিএনএফ)র প্রার্থী আশরাফ হোসেনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন