হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজারে আগুণে পুড়ে ছাই হয়ে গেছে দুইটি ব্যবসা প্রতিষ্ঠান। আর এতে করে ওই প্রতিষ্ঠান দুটির ক্ষয়ক্ষতি হয়েছে অন্তত ৫ লাখ টাকার। বুধবার দিবাগত মধ্যরাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মনোতোষ মল্লিক জানান, শাহজিবাজার এলাকার ওয়াবদা গেইট সংলগ্ন একটি লেপের দোকানে বিদ্যুতের সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা মূহুর্তেই মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় পাশে থাকা অপর আরেকটি চায়ের দোকান পুড়ে যায়।
তিনি বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌছে আগুণ নিয়ন্ত্রনে আনি। আগুনে দুটি দোকানের লেপ তোষকসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।