স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে শেষ করতে এক জেলা প্রশাসকসহ (ডিসি) ১০ পুলিশ কর্মকর্তাকে বদলির সিদ্ধান্তের কথা জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ রোববার (১০ ডিসেম্বর) ইসি সচিবালয়ের উপসচিব মিজানুর রহমানের সই করা আলাদা তিন চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠানো চিঠিতে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে বদলির সিদ্ধান্তের কথা জানানো হয়।
আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগকে পাঠানো আলাদা দুই চিঠির একটিতে সিলেট ও বরিশালের পুলিশ কমিশনারসহ হবিগঞ্জ, পিরোজপুর, নোয়াখালী, সাতক্ষীরা ও মেহেরপুরের পুলিশ সুপার এবং আরেকটিতে মানিকগঞ্জ সদর, সিংগাইর ও গাজীপুরের শ্রীপুর থানার তিন ওসিকে বদলির সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সেইসঙ্গে তাদের স্থানে অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তাদের পদায়নের অনুরোধও জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: dailyjalalabadi@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।