Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গেরুয়া রং ছাড়তেই চাইছেন না দীপিকা!

admin

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:৪৩ অপরাহ্ণ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২৩ | ০১:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
গেরুয়া রং ছাড়তেই চাইছেন না দীপিকা!

বিনোদন ডেস্ক:
খোলা চুল অবিন্যস্ত। ডেনিম, সঙ্গে ওভারসাইজড নীল, গেরুয়া শার্ট। ভারতের মুম্বাই এয়ারপোর্টে গাড়ি থেকে নামলেন দীপিকা পাড়ুকোন। মুখে হাসি আর চোখে কেতাদুরস্ত রোদচশমা, পায়ে সাদা স্নীকার্স।

ভক্তদের মতে, গেরুয়া রং ছাড়তেই চাইছেন না দীপিকা। কারও নজর আবার তার কেশবিন্যাসে। অনেকে মজা করে মন্তব্য করেছেন, এই তো কয়েক দিন আগে দেখলাম শর্ট হেয়ারস্টাইল। এর মধ্যেই চুল বেড়ে গেল।

সম্প্রতি ‘পাঠান’ ছুঁয়েছে হাজার কোটি। বক্স অফিসে ভেঙেছে একাধিক রেকর্ড। তৈরি করেছে নতুন ইতিহাস। তাই ছুটি কাটাতে যাচ্ছেন অভিনেত্রী। জল্পনা তুঙ্গে। ওদিকে সঙ্গে নেই রণবীর। তা হলে কি এবার একা নির্জনে ‘পাঠান’ এর সাফল্য উদযাপন করবেন অভিনেত্রী! নাকি নতুন কাজে হাত দিতে দেশ ছাড়ছেন? উঠছে প্রশ্ন।

‘পাঠান’ এ দীপিকা ধরা দিয়েছেন এক লাস্যময়ী স্পাই রূপে। কখনো তিনি গেরুয়া বিকিনিতে শাহরুখের প্রেয়সী। কখনো বা সাদা সাঁতার পোশাকে জন আব্রাহামের মিশনসঙ্গী। তার সাজপোশাক এখন তাই নজর কেড়েছে সবার।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1.2K বার

শেয়ার করুন

Follow for More!