Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ২৭শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ১২ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছেন ঊর্মিলা

admin

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৩ | ০৫:৪৩ অপরাহ্ণ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৩ | ০৫:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
সিঁড়ি থেকে পড়ে মাথায় আঘাত পেয়েছেন ঊর্মিলা

স্টাফ রিপোর্টার:
সিঁড়ি বেয়ে নামতে গিয়ে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। সোমবার (১১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। পরে তাকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসক তাকে পর্যবেক্ষণে রাখেন বলে জানা গেছে।

জানা গেছে, পর্যবেক্ষণে আছেন ঊর্মিলা। আরও ১২ ঘণ্টা পর বলা যাবে কখন বাসায় ফিরতে পারবেন অভিনেত্রী। করা হয়েছে সিটি স্ক্যানও। সেটার রিপোর্ট পেলে আঘাতের মাত্রা বোঝা যাবে।

অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসিম বলেন, আমি শুনেছি খবরটি। এরপর ঊর্মিলার সঙ্গে কথা হলে তিনি জানিয়েছেন, খুব গুরুতর কিছু নয়। এরপর আবারও যোগাযোগ করেছিলাম। তার সহকারী জানায়, সে নাকি ঘুমাচ্ছে। এরপর আর কথা হয়নি।

এর আগে চলতি বছরের মার্চেও হৃদযন্ত্রের সমস্যার কারণে হাসপাতালে ছিলেন অভিনেত্রী।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন