Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১২ই সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

যারা রেলে আগুন দিয়েছে, তাদের ক্ষমা নেই: ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৩ | ০৫:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৩ | ০৫:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
যারা রেলে আগুন দিয়েছে, তাদের ক্ষমা নেই: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:
বিএনপি ও যুগপৎ সঙ্গীদের হরতালের মধ্যে তেজগাঁওয়ে রেলে আগুনের ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, যারা রেলে আগুন দিয়ে চারটি প্রাণ খুন করেছে, তাদের ক্ষমা নেই।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘যারা ভোটে বাধা দেবে, ভোটকেন্দ্রে আসতে বাধা দেবে, নির্বাচনের পরিবেশ নষ্ট করবে, তাদের পরাজিত করে দেশের জনগণ ভোটের মাধ্যমে শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো বিজয়ের বন্দরে পৌঁছে দেবে।’

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘পদ্মা সেতু কে তৈরি করেছেন? শেখ হাসিনা। মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট কে পাঠিয়েছে? কাকে ভোট দেবেন?’

নারীদের সফলতা নিয়ে তিনি বলেন, ‘আজ নারীরা সুপ্রিম কোর্টের বিচারক, সচিবালয়ের সচিব। তারা যেখানেই যান ওসি, না হয় ইউএনও হন। সারা দেশের যেখানেই যান নারীরা ডিসি-এসপি হন। নারীদের এ সম্মান কে দিয়েছেন? শেখ হাসিনা। এ জন্য বাংলার পুরুষের পাশাপাশি নারীরাও জেগেছে। যারা বলে ৭ তারিখ ভোটার আসবে না, তাদের বলে দিলাম, সেদিন নারীদের চেয়ে পুরুষের উপস্থিতি বেশি হবে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!