Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পোলিং এজেন্টদের ভোট ক্যাম্পেইনের সুযোগ নেই: ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ | ১২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
পোলিং এজেন্টদের ভোট ক্যাম্পেইনের সুযোগ নেই: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:
পোলিং এজেন্টদের ভোট ক্যাম্পেইনের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকালে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এতে পোলিং এজেন্ট প্রশিক্ষণ উপ-কমিটির আহ্বায়ক সাবের হোসেন চৌধুরী প্রশিক্ষণ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।

এ সময় তিনি বলেন, ‘যারা এজেন্ট থাকবেন তারা নিয়ম-কানুন মেনে কাজ করবেন। নির্বাচন নিয়ে আমরা বদনাম করতে চাই না।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারেক রহমান বাংলাদেশে গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করেছে। তার বাবা জিয়াউর রহমানও গণতন্ত্র ধ্বংস করেছে। হত্যা, ষড়যন্ত্রের রাজনীতি যারা চালু করেছে, তারা এদেশের গণতন্ত্রকে বিকাশে বাধা দেবে, এটাই স্বাভাবিক।’

‘বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে’
বিএনপির তত্ত্বাবধায়কের দাবি প্রসঙ্গে এ সময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংস করেছে।’

সেতুমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সত্যিকার অর্থে একটি ‍সুষ্ঠু নির্বাচন চাইছেন। তাই নির্বাচনে যারা পোলিং এজেন্ট থাকবেন তারা সঠিকভাবে নিজ দায়িত্ব করবেন।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন