Daily Jalalabadi

  সিলেট     বৃহস্পতিবার, ১০ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৬শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিকেলে পাঁচ জেলায় শেখ হাসিনার নির্বাচনী জনসভা

admin

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪ | ১১:১৮ পূর্বাহ্ণ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ | ১১:১৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
বিকেলে পাঁচ জেলায় শেখ হাসিনার নির্বাচনী জনসভা

স্টাফ রিপোর্টার:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের প্রচারের অংশ হিসেবে আজ বুধবার বিকাল ৩টায় পাঁচ জেলা ও এক উপজেলার নির্বাচনী জনসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভাষণ দেবেন তিনি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আওয়ামী লীগ জানিয়েছে, শেখ হাসিনা পর্যায়ক্রমে রংপুর বিভাগের গাইবান্ধা, রাজশাহী বিভাগের রাজশাহী জেলা ও মহানগর, ঢাকা বিভাগের টাঙ্গাইল জেলা, চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলা, কুমিল্লা উত্তর-দক্ষিণ জেলা ও মহানগর এবং চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন।

এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট জেলা আওয়ামী লীগ, উপজেলা বা থানা, পৌর আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট জেলাগুলোর নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জনসভা সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন