
আখাউড়া ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা:
৭ জানুয়ারির নির্বাচন তামাশার নির্বাচন- বিএনপি নেতাদের এমন বক্তব্যে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘যারা ৭ জানুয়ারির নির্বাচনকে তামাশা বলছেন, তাদের বক্তব্যটাই তামাশার। কারণ হচ্ছে, জনগণ এই নির্বাচন মেনে নিয়েছে।’
বুধবার (৩ জানুয়ারি) সকালে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আইনমন্ত্রী আরও বলেন, ‘নির্বাচনের ক্ষেত্রে আমি বলবো তারা (বিএনপি নেতারা) কথা বলে যেতে পারেন। তবে দেশের জনগণ তাদের অধিকার সঠিকভাবে ব্যক্ত করবে।’
বিএনপির আইনজীবীদের আদালত বর্জন প্রসঙ্গে আনিসুল হক বলেন, ‘এটা রাজনৈতিক স্টান্টবাজি বলে আমি মনে করি, এর কোনো মর্মার্থ নেই। কারণ আদালত আদালতের কাজ করে যাচ্ছে, আদালত বিচারকার্যে মনোনিবেশ করছে। তাই তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ডে টেনে আনা বিএনপির ভুল এবং অন্যায়।’
এ সময় মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, সাধারণ সম্পাদক পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ধরখার ইউনিয়ন চেয়ারম্যান সাফিকুল ইসলাম শাফী, আখাউড়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল মমিন বাবুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহাব উদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়নসহ আরও অনেকে।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার