Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে উড়াল সড়ক: প্রধানমন্ত্রী

admin

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:৩১ অপরাহ্ণ | আপডেট: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ | ০৪:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
হাওর অঞ্চলের প্রতিটি সড়ক হবে উড়াল সড়ক: প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার:
হাওর অঞ্চলের সকল সড়ক উড়াল সড়ক হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, হাওর অঞ্চলের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য উড়াল সড়ক করা হবে। একনেকে উড়াল সড়কের প্রস্তাব ইতোমধ্যেই অনুমোদন দিয়েছি।

আজ মঙ্গলবার কিশোরগঞ্জের মিঠামইনে আওয়ামী লীগের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, হাওরের পানি নিষ্কাশনের সকল ব্যবস্থা করা হয়েছে। নেত্রকোনা, কিশোরগঞ্জে মৎস্য অবতরণ কেন্দ্র করেছি।

তিনি বলেন, গ্রামের মানুষ যেন গ্রামেই শহরের সকল সুযোগ সুবিধা পায় সেই ব্যবস্থা করা হয়েছে। ‘আমার গ্রাম হবে আমার শহর’ এই স্লোগানে আমরা কাজ করছি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আমরা প্রত্যেকের হাতে মোবাইল ফোন পৌঁছে দিয়েছি। ভূমিহীনদের জন্য বিনামূল্যে ঘর, জমির ব্যবস্থাও করে দেওয়া হয়েছে।

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন