Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ  | ৬ই বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

ক্রিকেটার সাইফউদ্দিনের বিয়ে আজ

admin

প্রকাশ: ০২ মার্চ ২০২৩ | ০২:০৮ অপরাহ্ণ | আপডেট: ০২ মার্চ ২০২৩ | ০২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
ক্রিকেটার সাইফউদ্দিনের বিয়ে আজ

ক্রীড়া প্রতিবেদক:
জাতীয় দলের বাইরে থাকা পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন। আজ (২ মার্চ) বৃহস্পতিবার দুপুরে ফেনীর গ্র্যান্ড সুলতান কনভেনশনে হলে হবে সাইফের বিয়ের আনুষ্ঠানিকতা।

জানা গেছে, পরিবারের পছন্দের পাত্রির সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সাইফউদ্দিন। কনের নাম কাজী ফাতেমা তুজ জারা।

এর আগে বুধবার রাতে একই ভেন্যুতে জমকালো আয়োজনে হলুদসন্ধ্যা অনুষ্ঠিত হয় সাইফউদ্দিনের। নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে দুটি ভিডিও পোস্ট করছেন সাইফউদ্দিন নিজে। সেখানে তাকে বেশ নাচতে দেখা গেছে গানের তালে তালে।

গেল মঙ্গলবার নিজের হবু স্ত্রীর হাতের মেহেদী লাগানো ছবি ফেসবুক প্রোফাইলের ডেতে দিয়েছিলেন সাইফ। হাতের মধ্যে মেহেদীর ডিজাইনে ছিল ৭৪।

বিয়ের খবর নিয়ে সাইফউদ্দিনের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আনুষ্ঠানিকভাবে সবকিছু জানানো হবে।’

 

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন