স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করে রাজনীতিতে তৎপর হচ্ছেন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়ার। নিজে কোনো দলের হয়ে নির্বাচন করবেন নাকি বিএনপি বা অন্য কোনো দলের হয়ে নির্বাচনে অংশ নেবেন সে বিষয়ে যুগান্তরের সঙ্গে খোলামেলা আলোচনা করেছেন রেজা কিবরিয়া।
এর আগে, ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় ঐক্যফ্রন্ট গণফোরামে যোগ দিয়েছিলেন রেজা কিবরিয়া। পরে সাবেক ডাকসু ভিপি নুরের গণঅধিকার পরিষদে যোগ দিয়ে আহ্বায়ক হন তিনি। যদিও পরে সেখান থেকে সরে আসেন রেজা কিবরিয়া। তাই প্রশ্ন ছিল— কোন দলের হয়ে নির্বাচন করবেন তিনি।
যেই প্রশ্নের উত্তরে রেজা কিবরিয়া বলেন, ‘আমাদের দলের নামটা পাল্টিয়ে এটাকে গণঅধিকার পার্টি বলা যেতে পারে। সেখান থেকেই আমি নির্বাচন করব। আমরা কার সঙ্গে থাকব বা কার সঙ্গে যোগ দেব, সেটি ভবিষ্যতে পার্টির নেতারা ঠিক করবেন।’
বিএনপিতে যোগ দেওয়ার আগ্রহ আছে কিনা এমন প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, ‘সরাসরি বিএনপিতে যাওয়ার তেমন কোনো পরিকল্পনা এখন পর্যন্ত নেই আমাদের।’
তারেক রহমানের দেশে ফেরার প্রশ্নে রেজা কিবরিয়া বলেন, ‘তাকে (তারেক রহমান) যেই মামলায় জড়িয়েছে, আমার মনে হয় সেখানে অনেক ত্রুটি রয়েছে। আর আওয়ামী লীগের বিচারপতিরা কেমন বিচার করে, সেটি তো আমরা দেখেছি। কাজেই আমাদের দেখতে হবে, আইনিব্যবস্থায় তাকে ফেরত আনার কি ব্যবস্থা করা যায়। শহিদ জিয়াউর রহমানের ছেলে হিসেবে তারেক রহমানের মা ও বাবাকে মানুষ যে রকম শ্রদ্ধা করে, সেটার সে একটা অংশীদার হবে। আর এটা কেবল বাংলাদেশের নিয়ম নয়, দুনিয়াজুড়েই এমনটি হয়। কাজেই উনি এই সম্মান ও ভালোবাসাটা পাবেন।’
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার