Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১২ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৮শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ : যুবদল নেতা হত্যা মামলায় গ্রেফতার আহমদ ও সোহায়েল

admin

প্রকাশ: ২১ আগস্ট ২০২৪ | ০১:৩০ অপরাহ্ণ | আপডেট: ২১ আগস্ট ২০২৪ | ০১:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ : যুবদল নেতা হত্যা মামলায় গ্রেফতার আহমদ ও সোহায়েল

স্টাফ রিপোর্টার:
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে পল্টন থানায় করা যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন পল্টন থানার ওসি মো. সেন্টু মিয়া।

এর আগে মঙ্গলবার রাতে সোহায়েলকে বনানী থেকে এবং আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ওসি বলেন, পল্টন থানার যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে গ্রেফতার দেখানো হয়েছে। দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে তাদেরকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করা হবে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন