Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৬ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ১লা অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

যে কারণে প্রজ্ঞাপন প্রত্যাহার, জানালেন শিশির মনির

admin

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪ | ০২:২৫ অপরাহ্ণ | আপডেট: ২৮ আগস্ট ২০২৪ | ০২:২৫ অপরাহ্ণ

ফলো করুন-
যে কারণে প্রজ্ঞাপন প্রত্যাহার, জানালেন শিশির মনির

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিষিদ্ধে আওয়ামী লীগ সরকারের নির্বাহী আদেশের প্রজ্ঞাপন প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী অনুমোদন করেছেন।

জামায়াতে ইসলামীর আইনজীবী শিশির মনির বলেছেন, ডিজিএফআই, এনএসআই ও এসবির রিপোর্টে জামায়াত সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত এমন তথ্য না পাওয়া জামায়াত নিষিদ্ধের আদেশ প্রত্যাহার হয়েছে।

বুধবার সুপ্রিম কোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টা বিষয়টি অনুমোদন করেছেন। সংক্রান্ত গেজেট কিছুক্ষণের মধ্যেই প্রকাশ করা হবে।

ছাত্র-জনতার আন্দোলনের চূড়ান্ত পর্যায়ের মধ্যই পহেলা আগস্ট সরকারের নির্বাহী আদেশে জামায়াত ও ছাত্রশিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এর পর থেকে রাজনৈতিক কর্মসূচি পালন না করে সামাজিক কার্যক্রমে মনোযোগ দিয়েছে তারা।

৫ই আগস্টের নাটকীয় পরিবর্তনের পর জামায়াত বৈঠক করেছে প্রেসিডেন্ট, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে।

সন্ত্রাসবিরোধী আইনের ১৮ (১) ধারায় জামায়াত, ছাত্রশিবিরসহ তাদের অন্যান্য অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করার পর জামায়াত তীব্র কোনো প্রতিক্রিয়া দেখায়নি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন