Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৮ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩রা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কাঠগড়ায় অঝোরে কাঁদলেন হাজি সেলিম, ৫ দিনের রিমান্ড মঞ্জুর

admin

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:১৭ অপরাহ্ণ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ০৪:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
কাঠগড়ায় অঝোরে কাঁদলেন হাজি সেলিম, ৫ দিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার:
রাজধানীর লালবাগ থানার একাদশ শ্রেণির শিক্ষার্থী খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজি মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এ সময় আদালতের এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদতে দেখা যায় হাজি সেলিমকে।

এর আগে, তাকে আদালতে তুলে আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় হাজি মোহাম্মদ সেলিমকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন তার আইনজীবী। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানি করেন বিএনপিপন্থী আইনজীবী ওমর ফারুক ফারুকি।

রোববার মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন