Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

মৌলভীবাজার থেকে গ্রেফতার হওয়া নারী এমপি স্বামীসহ রিমান্ডে

admin

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪ | ০৬:৪৮ অপরাহ্ণ | আপডেট: ০২ অক্টোবর ২০২৪ | ০৬:৪৮ অপরাহ্ণ

ফলো করুন-
মৌলভীবাজার থেকে গ্রেফতার হওয়া নারী এমপি স্বামীসহ রিমান্ডে

মৌলভীবাজার সংবাদদাতা:
মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার হওয়া সিরাজগঞ্জ-২ আসনের সাবেক এমপি ড. জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ অক্টোবর) বিকালে তাদের সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করা হলে বিচারক রাসেল মাহমুদ শুনানি শেষে ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। এরপর তাদের বিশেষ নিরাপত্তায় সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়।

এর আগে মৌলভীবাজারে আত্মগোপনে থাকা অবস্থায় গত সোমবার বিকালে র‌্যাব-১২ ও র‌্যাব-০৯ এর যৌথ অভিযানে তাদের আটক করে মৌলভীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

এরপর মঙ্গলবার রাতে তাদের সিরাজগঞ্জ এনে পুলিশ সুপার কার্যালয়ে রাখা হয়।

এদিকে, হেনরী দম্পতিকে আদালতে আনার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আদালত চত্বরে বিপুল সংখ্যক সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়। তাদের আদালতে আনা নেওয়ার সময় হেনরী দম্পতির শাস্তি চেয়ে বিক্ষোভ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও বিএনপি নেতাকর্মীরা।

বাদীপক্ষের আইনজীবী এ্যাড. রফিক সরকার বলেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যুবদল নেতা সোহানুর রহমান রঞ্জু খান হত্যা মামলায়, হেনরী দম্পতিকে আদালতে হাজির করা হলে মামলার তদন্ত কর্মকর্তা তাদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন। হেনরী দম্পতি যুবদল নেতা রঞ্জু হত্যা মামলার এজাহারভুক্ত হুকুমের আসামি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন