Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক মন্ত্রী নাহিদের দুর্নীতির খোঁজে দুদক

admin

প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৪ | ০৬:১৪ অপরাহ্ণ | আপডেট: ২৩ অক্টোবর ২০২৪ | ০৬:১৪ অপরাহ্ণ

ফলো করুন-
সাবেক মন্ত্রী নাহিদের দুর্নীতির খোঁজে দুদক

নিউজ ডেস্ক:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুদকের গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

সিলেট ৬, বিয়ানীবাজার-গোলাপগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বিরুদ্ধে অভিযোগ, বিভিন্ন প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কমিশন গ্রহণ করে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। নিজ নামে উত্তরা আবাসিক এলাকায় ফ্ল্যাটসহ পাঁচ কাঠা জমি, নিকুঞ্জ আবাসিক এলাকায় তিন কাঠা জমি, তার একক ও যৌথ মালিকানায় সিলেট বিয়ানীবাজারে অকৃষি জমি রয়েছে। তার নামে বিভিন্ন ব্যাংকে টাকা জমা ও অন্যান্য বিনিয়োগ, স্ত্রীর নামে সঞ্চয়পত্রে বিনিয়োগ এবং বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থ জমা রয়েছে। তার ভাই যুক্তরাজ্য প্রবাসী ডা. নজরুল ইসলাম এবং যুক্তরাষ্ট্র প্রবাসী বন্ধু কামাল আহমেদের মাধ্যমে বিপুল অর্থ বিদেশে পাচার করেছেন। মন্ত্রী থাকাকালে ঠিকাদারদের থেকে কোটি কোটি টাকা কমিশনের বিনিময়ে হাতিয়েছেন। নিজ নামে, স্ত্রী ও অন্যান্য আত্মীয়স্বজনের নামে-বেনামে সম্পদ অর্জন করেছেন।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন