Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১৫ই নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ  | ৩০শে কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে জামায়াত

admin

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪ | ১২:২৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ | ১২:২৩ অপরাহ্ণ

ফলো করুন-
এককভাবে ৩০০ আসনে নির্বাচন করবে জামায়াত

স্টাফ রিপোর্টার:
নির্বাচন জামায়াতে ইসলামী ৩০০ আসনে এককভাবে করার সিদ্ধান্ত নিয়েছে। এখন জোট হবে কি হবে না—এই প্রশ্ন মাথায় থাকার কোনো দরকার নেই। শুক্রবার কিশোরগঞ্জ শহরের নগুয়া এলাকায় আল-ফারুক ট্রাস্ট মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা আমিরের শপথ গ্রহণ ও সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ।

এ সময় তিনি বলেন, ‘জোট আলাদা জিনিস। আমরা যদি দেখি জোটবদ্ধ নির্বাচনে ইসলামী আন্দোলনের উপকার হবে, আমরা যাব। তা না হলে যাব না। ইসলামের আদর্শকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার স্বার্থকে সামনে রেখে জামায়াতে ইসলামী কোনো কাজ করবে না। আগামী নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে জামায়াত।

এখন থেকে মাঠ পর্যায়ে সব ধরনের তত্পরতা শুরু হবে। কোনো জায়গা বাদ যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, রাজনৈতিক ও অরাজনৈতিক সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে।’

তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ আগামী দিনে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে মোকাবেলার একমাত্র শক্তি হিসেবে জামায়াতে ইসলামীকেই বেছে নেবে।’

মতিউর রহমান আকন্দ বলেন, বাংলাদেশের সর্বত্রই জামায়াতে ইসলামী একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যদি জামায়াত এক বছর সময় পায়, বাংলাদেশের এমন কোনো গ্রাম থাকবে না যে গ্রামে জামায়াতের সংগঠন হবে না।’

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ময়মনসিংহ অঞ্চলের টিম সদস্য মাওলানা এনামুল হক, সাবেক জেলা আমির মাওলানা তৈয়বুজ্জামান ও জেলা নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আজিজুল হক প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে : 984 বার

শেয়ার করুন