Daily Jalalabadi

  সিলেট     সোমবার, ১৪ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩০শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে

admin

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:১৭ অপরাহ্ণ | আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ | ০১:১৭ অপরাহ্ণ

ফলো করুন-
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় দায়ের করা আশিক মিয়া (২০) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার বেলা ১১টায় পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: নূর মহসীন উভয়পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

কোর্ট পুলিশ পরিদর্শক মো: কাইউম খান সত্যতা নিশ্চিত করে বলেন, ‘নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার আশিক মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়েছিল। আদালত উভয়পক্ষের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

এর আগে, গত ২৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শ্রমিক আশিক মিয়ার মা কুলসুম বেগম সোনারগাঁ থানায় মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১২ জনের নাম উল্লেখ এবং ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন