আদালত প্রতিবেদক:
রাজধানীর সবুজবাগে এসির মিস্ত্রী সেজে বাসায় ডাকাতির সময় গৃহকর্মী তানিয়া আফরোজ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে। এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৬ মার্চ) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।
এদিন প্রতিবেদন দাখিল করতে পারেননি মামলার তদন্ত কর্মকর্তা সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুর বাশার। এতে করে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৬ এপ্রিল নতুন দিন ধার্য করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্ত ইসলাম মল্লিক।
আদালতে সবুজবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলার আসামিরা হলেন- এসির মিস্ত্রি বাপ্পী, তার দুই সহযোগী রুবেল ফকির ও সুমন হোসেন। নিজেদের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা।
২০২২ সালের ২৬ মার্চ রাতে সবুজবাগের বেগুনবাড়িতে তানিয়ার বাসায় এসি মেরামত করতে যান টেকনিশিয়ান বাপ্পী। তখন সুযোগ বুঝে মালামাল লুট করতে গেলে তাদের বাধা দেন তানিয়া। এসময় তানিয়াকে খুন করে বাসা থেকে ৩-৪ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও নগদ প্রায় ১৫ হাজার টাকা নিয়ে যান তারা। বাকি দুইজন হত্যার সময় বাপ্পীর সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বলে জানা যায়।
এছাড়া তানিয়ার মরদেহের পাশে মুখে স্কচটেপ পেঁচানো অবস্থায় পড়ে ছিল তার দুই শিশুসন্তান। তাদের মধ্যে মেয়ের বয়স তিন বছর ও ছেলের বয়স ১০ মাস। এ ঘটনার পরদিন সবুজবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন তানিয়ার স্বামী ময়নুল ইসলাম।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার