Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ৭৮ হাজার শিশুকে দেওয়া হবে ভিটামিন এ ক্যাপসুল

admin

প্রকাশ: ১২ মার্চ ২০২৫ | ০৪:০৫ অপরাহ্ণ | আপডেট: ১২ মার্চ ২০২৫ | ০৪:০৫ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ৭৮ হাজার শিশুকে দেওয়া হবে ভিটামিন এ ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক :
জাতীয় ভিটামিন ‘এ’প্লাস ক্যাম্পেইনে সিলেট সিটি কর্পোরেশন এলাকার মোট ৭৮ হাজার ২৪১ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী শনিবার এ ক্যাম্পেইন পরিচালিত হবে। ক্যাম্পেইন উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের কনফারেন্স রুমে বুধবার দুপুরে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, আগামী ১৫ মার্চ জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডে মোট ২৬৭টি কেন্দ্রে ৭৮ হাজার ২৪১ জন শিশুকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ক্যাম্পেইনে ৬ থেকে ১ বছর বয়সী শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১ বছরের অধিক ও ৫ বছরের কম বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

ক্যাম্পেই সফলে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন