অনলাইন ডেস্ক :
সাফ অনূর্ধ্ব-১৭ নারী চ্যাম্পিয়নশিপে ভুটানকে ৮-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করলো বাংলাদেশের কিশোরীরা। সোমবার (২০ মার্চ) রাজধানীর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ভুটানকে গোল বন্যায় ভাসায় বাংলার মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই ভুটানের পোস্টে একের পর এক আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। ম্যাচের ১৬ মিনিটে তৃষ্ণার গোলে লিড নেয় বাংলাদেশ। এরপর ম্যাচের ২৮ ও ৩৬ মিনিটে তৃষ্ণা ও সুলতানার গোলে ৩-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে ৬০ ও ৬২ মিনিটে বাংলাদেশের লিড বাড়িয়ে দেন বদলি নামা থুইনু মারমা ও মুন্নি আক্তার। এরপর ম্যাচের ৬৫ মিনিটে ভুটানের প্রিয়া ঘাল্লে বাংলাদেশের জালে বল জড়িয়ে ব্যবধান কমান। তবে ম্যাচের ৭৬ ও ৮৩ মিনিটে থুইনু ও সাগরিকা গোল করলে ৮-১ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলার মেয়রা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার