
শাবি প্রতিনিধি:
দখলদার ইসরায়েলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে সংহতি জানিয়ে আজ সকল প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখন্ডে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক’, ‘নো স্কুল’ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।
এর আগে, গাজায় চলমান ইসরাইলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার