Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ১৪ই মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩১শে বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জৈন্তাপুরে মৃ ত ব্যক্তির পরিচয় চায় পুলিশ

admin

প্রকাশ: ১৩ মে ২০২৫ | ০৬:৫৪ অপরাহ্ণ | আপডেট: ১৩ মে ২০২৫ | ০৬:৫৪ অপরাহ্ণ

ফলো করুন-
জৈন্তাপুরে মৃ ত ব্যক্তির পরিচয় চায় পুলিশ

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলা ৪নং বাংলাবাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করে জৈন্তাপুর থানা পুলিশ। তার বাড়ি সিলেটের গোয়ালাবাজার এলাকায় বলে ধারণা করছেন স্থানীয়রা। মঙ্গলবার (১৩ মে) বেলা ৩টার দিকে বাংলাবাজার মেঘালয় হোটেলের পাশ থেকে এই লাশ উদ্ধার করা হয়।

জানা যায়, মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা ৪নং বাংলাবাজারের মেঘালয় হোটেলের পাশে এক মানসিক ভারসাম্যহীন (পাগল) পড়ে থাকতে দেখেন স্থানীয়রা জৈন্তাপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে ৩টার দিকে পুলিশ হোটেলের পাশ থেকে লাশ উদ্ধার করে। পুলিশ জানায়,তিনি দীর্ঘদিন থেকে অসুস্থতায় ভূগছেন।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন- বাংলাবাজার এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল ও কলেজের মর্গে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন