Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ১৫ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

কমলগঞ্জে গর্ত থেকে গ্রেনেড উদ্ধার

admin

প্রকাশ: ১৪ জুলাই ২০২৫ | ০৫:৫৭ অপরাহ্ণ | আপডেট: ১৪ জুলাই ২০২৫ | ০৫:৫৭ অপরাহ্ণ

ফলো করুন-
কমলগঞ্জে গর্ত থেকে গ্রেনেড উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি :
মৌলভীবাজারের কমলগঞ্জে বাড়ীর পাশে চাষের জন্য মাটি খুড়তে গিয়ে একটি গ্রেনেড উদ্ধার করা হয়। সোমবার (১৪ জুলাই) সকালে পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে।

জানা যায়, পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের ওমর মিয়ার বাড়িতে মাখতাবুর রহমানের পরিবারের এক নারী সদস্য সবজি চাষ করার জন্য মাটি খুড়তে থাকেন। একপর্যায়ে শীমের বিজ রোপণের জন্য আলাদা আলাদাভাবে কয়েকটি গর্ত খুড়তে গেলে একটি গর্ত থেকে ছোট সাইজের একটি গ্রেনেড বের হয়। তাৎক্ষনিকভাবে থানাপুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এই স্থানটিকে সংরক্ষিত করে গ্রেনেড নিস্ক্রিয় করার জন্য সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেয়া হয়।

স্থানীয়রা ধারনা করছেন, গ্রেনেডটি মুক্তিযদ্ধের সময় হয়তো এখানে রাখা হয়েছে। পতনউষার ইউনিয়নের শ্রীসূর্য নোয়াগাঁও গ্রামের পাশেই রয়েছে শমশেরনগর বিমানবন্দর। মুক্তিযদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা এই বিমানবন্দর ব্যবহার করে বিভিন্ন স্থানে হামলা করেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। গ্রেনেডটি নিস্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেয়া হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন