Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

দোহারে স্ত্রীকে কুপিয়ে হত্যা পর স্বামীর আত্নহত্যা

admin

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৩১ অপরাহ্ণ | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ | ০৬:৩১ অপরাহ্ণ

ফলো করুন-
দোহারে স্ত্রীকে কুপিয়ে হত্যা পর স্বামীর আত্নহত্যা

দোহার নবাবগঞ্জ (ঢাকা)সংবাদদাতা :
ঢাকার দোহারে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর আত্নহত্যার ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় দোহারের বিলাসপুরের কুতুবপুর এলাকায় এ ঘটনা ঘটে।

দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত জয়গনের ছোট ভাই মো. সেলিম বেপারী জানান, পারিবারিক কলহের জেরে তার বোনের স্বামী আয়ুব আলী কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে পেটে ও হাতে ছুড়িকাঘাত করে। পরে জয়গনের স্বজনরা গুরুতর অবস্থায় তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে জয়গনের স্বামী এ ঘটনার পরে নিজেই নিজের ওপর ছুরিকাঘাত ও বিষপানে আত্মহত্যার চেষ্টা করলে তাকে ঢাকায় পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়।

ওসি হাসান আলী বলেন, ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানতে পেরেছি পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড হয়েছে। স্ত্রী নিহত হওয়ার কয়েকঘণ্টা পরে স্বামী আয়ুব আলীরও মৃত্যু হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন

Follow for More!