Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড

admin

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৩ | ০২:১৩ অপরাহ্ণ | আপডেট: ০৮ অক্টোবর ২০২৩ | ০২:১৩ অপরাহ্ণ

ফলো করুন-
পি কে হালদারের ২২ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার:
অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচারের মামলায় এনআরবি গ্লোবাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারকে ২২ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (৮ অক্টোবর) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন। পি কে হালদারের বিরুদ্ধে ৫২ মামলার মধ্যে এটি প্রথম মামলার রায়।

রায় ঘোষণার সময় আসামিদের মধ্যে সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা, অবন্তিকা বড়াল ও শংখ বেপারী আদালতে উপস্থিত ছিলেন।

এর আগে গত ৪ অক্টোবর একই আদালত দুদক ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের তারিখ ঠিক করেন।

এদিকে আসামি পি কে হালদারসহ ১০ জন পলাতক রয়েছেন। পলাতক থাকায় তারা আইনি লড়াই করতে পারেননি। পলাতক অপর আসামিরা হলেন- পি কে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ জানুয়ারি প্রায় ২৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের বিরুদ্ধে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থাটির সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন