Daily Jalalabadi

  সিলেট     মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ  | ২১শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ২৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ : আটক ১, দুজনকে খুঁজছে পুলিশ

admin

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৩ | ০৫:৫৬ অপরাহ্ণ | আপডেট: ১৫ নভেম্বর ২০২৩ | ০৫:৫৬ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে ২৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ : আটক ১, দুজনকে খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার:
ভারত থেকে অবৈধভাবে সিলেটে আসা ২৩০ বস্তা চিনিসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িতে আরও দুজনকে খুঁজছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৫ নভেম্বর) সকালে সিলেটের জালালাবাদ থানাধীন জাঙ্গাইল এলাকায় সিলেট-সুনামগঞ্জ সড়ক থেকে ট্রাকভর্তি এসব চিনি জব্দ করে পুলিশ। এসময় মো. শরিফুল ইসলাম নামে চোরাকারবারিকে আটক করা হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া শাখা জানায়, বুধবার সকালে চোরাকারবারিরা একটি ট্রাকে করে সুনামগঞ্জ জেলার ছাতক-দোয়ারাবাজার থানা এলাকা হতে লামাকাজী হয়ে সিলেট শহরে প্রবেশ করতে গেলে লামাকাজি এলাকার জাঙ্গাইল নামক স্থানে সিলেট-সুনামগঞ্জ সড়কে ট্রাকটি আটক করে ২৩০ বস্তা ভারতীয় চিনি জব্দ করে জালালাবাদ থানাপুলিশ।

পরে জিজ্ঞাসাবাদে আটক চোরাকারবারি শরিফুল ইসলাম জানান- এ ঘটনার সঙ্গে জায়েদ (৩০) ও জনি (২৮) নামে দুজন জড়িত আছেন।

এদের তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করে আটক শরিফুলকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

অপরদিকে, পলাতক চোরকারবারি জায়েদ ও জনিকে পুলিশ খুঁজছে বলে জানা গেছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন