Daily Jalalabadi

  সিলেট     বুধবার, ৯ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৫শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৩ | ০১:২৯ অপরাহ্ণ | আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৩ | ০১:২৯ অপরাহ্ণ

ফলো করুন-
মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, ‘এই অপশক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। তাদের বিরুদ্ধে আত্মশক্তিতে বলীয়ান হয়ে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে।’

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সেই অপশক্তি বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাবো।’

ওবায়দুল কাদের বলেন, ‘৭১-এ যে অপশক্তি বাঙালিদের হত্যা করেছিল, সে সাম্প্রদায়িক অপশক্তি এখনও ডালপালা মেলে আছে। তারা স্বাধীনতার শত্রু ও বিজয়কে সংহত করার পথে প্রধান প্রতিবন্ধকতা। বিএনপি-জামায়াতের নেতৃত্বে মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তি হুমকি দিচ্ছে, দেশকে পাকিস্তানি ভাবধারায় ফিরিয়ে নেওয়ার চক্রান্ত করছে, তাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত থাকবে।’

এর আগে সকাল সাতটা এক মিনিটে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন