Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

admin

প্রকাশ: ১১ জুন ২০২৪ | ১২:৩০ অপরাহ্ণ | আপডেট: ১১ জুন ২০২৪ | ১২:৩০ অপরাহ্ণ

ফলো করুন-
সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টার:
নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার সকাল সাড়ে আটটায় তিনি রওনা হয়েছেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালীদ ফয়েজ।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে সকাল সাড়ে আটটায় স্যার রওনা হয়েছেন। স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা শেষে শীঘ্রই তিনি ঢাকায় ফিরবেন।

উল্লেখ, ২০১৯ সালের মার্চে শ্বাসকষ্ট শুরু হলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সেখানে দ্রুত এনজিওগ্রাম করার পর তার হৃৎপিণ্ডের রক্তনালীতে তিনটি ব্লক ধরা পড়ে।

ভারতের প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দেবী শেঠি তখন ঢাকায় এসে ওবায়দুল কাদেরকে দেখার পর সিঙ্গাপুরে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।

পরে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হন কাদের। তখন থেকে সিঙ্গাপুরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন