Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার

admin

প্রকাশ: ১৮ জুলাই ২০২৪ | ০৭:৩৮ অপরাহ্ণ | আপডেট: ১৮ জুলাই ২০২৪ | ০৭:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রবিবার

অনলাইন ডেস্ক:
সরকারি চাকরিতে প্রবেশে কোটা থাকবে কি না, সে বিষয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি আগামী রবিবার অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্টের বিশেষ চেম্বার আদালত এ আদেশ দেন।

এর আগে আজ দুপুরে গণভবনের ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আগামী ৭ আগস্ট যে মামলাটার (কোটা বহাল থাকা সংক্রান্ত) শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানি এগিয়ে আনার জন্য ব্যবস্থা নিতে। আমি সেই মর্মে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি যে, আগামী রবিবার বাংলাদেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে আবেদন করবেন যাতে মামলার শুনানির তারিখ তারা এগিয়ে আনেন।’

একই বিষয়ে আজ বিকেলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, ‘কোটা বাতিল চেয়ে লিভ টু আপিল দ্রুত শুনানি করতে সরকারের পক্ষ থেকে আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা রোববার সকালেই আপিল বিভাগে লিভ টু আপিল দ্রুত শুনানির জন্য মেনশন করব। আশা করছি, জনগুরুত্ব বিবেচনায় আদালত আমাদের আবেদন গ্রহণ করবেন। শুনানিতে আমরা হাইকোর্টের রায় বাতিল চাইব।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন