Daily Jalalabadi

  সিলেট     শনিবার, ১৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ৪ঠা শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

admin

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:২২ পূর্বাহ্ণ | আপডেট: ১২ ডিসেম্বর ২০২৪ | ১১:২২ পূর্বাহ্ণ

ফলো করুন-
রাষ্ট্রপতির আমন্ত্রণ পেলেন খালেদা জিয়া ও তারেক রহমান

স্টাফ রিপোর্টার:
মহান বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তারের বরাত দিয়ে মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রাত পৌনে ৮টার দিকে আমন্ত্রণপত্র নিয়ে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে প্রবেশ করেন রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী। এসময় বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন দলের স্থায়ী কমিটি সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে সন্ধ্যা পৌনে ৭টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবনে প্রবেশ করেন বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা মোহাম্মাদ মোসাদ্দেক আলী ফালু।

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন