Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ১১ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৭শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বাধ্যতামূলক অবসরে সিলেটের সাবেক পুলিশ কমিশনার

admin

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৫৯ অপরাহ্ণ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৫ | ০৪:৫৯ অপরাহ্ণ

ফলো করুন-
বাধ্যতামূলক অবসরে সিলেটের সাবেক পুলিশ কমিশনার

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগর পুলিশের (এসএমপির) সাবেক কমিশনার মো. নিশারুল আরিফকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। বর্তমানে তিনি অ্যান্টি টেররিজম ইউনিটের ডিআইজি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
মো. নিশারুল আরিফ ২০২০ সালের অক্টোবর থেকে ২০২৩ এর ফেব্রুয়ারি পর্যন্ত সিলেট মহানগর পুলিশের (এসএমপির) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে তাকে অবসরে পাঠানো হয়েছে। এছাড়া পুলিশের তিন ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

ধ্যতামূলক অবসরে পাঠানো অন্য তিন কর্মকর্তা হলেন- নৌ পুলিশের ডিআইজি মো. আব্দুল কুদ্দুছ আমিন, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আজাদ মিয়া ও আমেনা বেগম।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন)-এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে এই চারজনকে অবসর প্রদান করা হলো।

তারা বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন