Daily Jalalabadi

  সিলেট     শুক্রবার, ২৩শে মে ২০২৫ খ্রিস্টাব্দ  | ৯ই জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

৩ মাসের সাজা এড়াতে ২১ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

admin

প্রকাশ: ০৪ মার্চ ২০২৫ | ১১:৪৯ পূর্বাহ্ণ | আপডেট: ০৪ মার্চ ২০২৫ | ১১:৪৯ পূর্বাহ্ণ

ফলো করুন-
৩ মাসের সাজা এড়াতে ২১ বছর পলাতক, অবশেষে গ্রেফতার

ফেনী প্রতিনিধি:
ফেনীর সোনাগাজীতে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ফেনী সদর থানার বড় মসজিদের সামনে থেকে ওই আসামিকে গ্রেফতার করা হয়।

সাজাপ্রাপ্ত ওই আসামির নাম মিজানুর রহমান হানিফ ওরফে মানিক (৪০)। তিনি উপজেলার চরদরবেশ ইউনিয়নের কাজীরহাট আউরারখিল গ্রামের ছৈয়দের রহমানের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৩ সালে পারিবারিক আদালতে করা একটি মামলায় হানিফকে তিন মাসের সাজা দেন আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। তিন মাসের সাজা ও গ্রেফতার এড়াতে দীর্ঘ ২১ বছর যাবত পলাতক ছিলেন হানিফ। সোনাগাজী মডেল থানার ওসি বায়েজিদ আকন এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

এই সংবাদটি পড়া হয়েছে : 1K বার

শেয়ার করুন