Daily Jalalabadi

  সিলেট     রবিবার, ১৩ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ  | ২৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

বিয়ানীবাজারসহ সিলেটের পুলিশের জালে ৫ জন

admin

প্রকাশ: ০৯ মার্চ ২০২৫ | ০৩:৪৩ অপরাহ্ণ | আপডেট: ০৯ মার্চ ২০২৫ | ০৩:৪৩ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারসহ সিলেটের পুলিশের জালে ৫ জন

স্টাফ রিপোর্টার:
সিলেটে পৃথক অভিযানে ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে ভারতীয় চিনিসহ ৩ জনকে, মাদকসহ ১ জনকে এবং একজন ছিনতাইকারী রয়েছেন।

পুলিশ জানায়, সিলেটে চিহ্নিত এক ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। নগরীর চৌহাট্টা এলাকা থেকে এক নারীর কানের স্বর্ণের দুল ছিনিয়ে নিয়েছিল সে।গ্রেফতারকৃত মো. জাকির হোসেন এয়ারপোর্ট থানার সাহেবের বাজারের বাজারতল এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে।

গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে কোতোয়ালী থানাধীন শহীদ শামসুদ্দিন হাসপাতালের সামনে আমেনা বেগম নামের এক নারীকে সিএনজিতে যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা চাকুর ভয় দেখিয়ে নগদ ৮ হাজার টাকা ও স্বর্ণের কানের দুল যার আনুমানিক মূল্য ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে ভুক্তভোগী আমেনা বেগমের ছেলে পারভেজ আহমদ বাদি হয়ে মামলা দায়ের করেন। পূর্বে গ্রেফতারকৃত আসামি দেলোয়ার খানের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে কোতোয়ালী থানা পুলিশ আজ শনিবার ভোরে বাজারতল এলাকা থেকে জাকির হোসেনকে আটক করে। পাশাপাশি উদ্ধার করা হয় ছিনতাইকৃত স্বর্ণের কানের দুল।

এদিকে, নগরীতে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৮ মার্চ) রাত সোয়া ১২টার দিকে কোতোয়ালী মডেল থানা পুলিশ সোবহানীঘাট-বন্দরবাজার রোডের মহাজনপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রিপন মিয়া সুনামগঞ্জ জেলার মধ্যনগরের সাউথপাড়ার গ্রামের মো. আব্দুর রহমানের ছেলে। সে বর্তমানে

সিলেটের শাহপরাণ থানার বালুর চর এলাকায় বসবাস করছে। অভিযানে তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনায় দেখা গেছে গ্রেফতারকৃত রিপন মিয়ার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে, কোতোয়ালী মডেল থানায় দ্রুত বিচার আইনে মামলা (এফআইআর নং-৩৫, তারিখ-১৯ নভেম্বর ২০২৪), এয়ারপোর্ট থানায় চুরি ও সংরক্ষণ আইনের মামলা (এফআইআর নং-৬, তারিখ-৮ জানুয়ারি ২০২৪) এবং শাহপরাণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (এফআইআর নং-২২, তারিখ-২০ মে ২০২৩)।

অপরদিকে, সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনি উদ্ধার করেছে পুলিশ। এসময় গ্রেফতার করা হয়েছে ৩ জনকে। গ্রেফতারকৃতরা হচ্ছে জকিগঞ্জের নান্দ্রিশী বাজারের ফখরুল উদ্দিনের ছেলে মো. শাহিন উদ্দিন, বিয়ানীবাজারের দুবাগ গ্রামের নুর আলী ইসলামের ছেলে মো. রবিউল এবং হবিগঞ্জের আজমেরীগঞ্জের মুরাদপুর গ্রামের আবু তাহেরের ছেলে মো. জুনায়েদ মিয়া।

জানা যায়, শনিবার ভোরে শাহপরাণ থানার দাসপাড়াস্থ মুসলিম স্কুলের পাশে পুলিশ চেকপোস্ট করাকালে একটি ট্রাক আটক করে। এতে তল্লাসী চালিয়ে ৩শ ৮ বস্তায় ১৫ হাজার ৯২ কেজি ভারতীয় চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ১১ হাজার ৪০ টাকা।
সিলেট মেট্রোপলিট পুলিশের পাঠানো পৃথক বার্তায় তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এই সংবাদটি পড়া হয়েছে : 1.1K বার

শেয়ার করুন